আহা! ঘুমোচ্ছে, ঘুমোতে দাও। ডাকছো কেন?
ঢেউয়ের পর ঢেউ। জুড়োচ্ছে গায়ের চাদর।
পরে নাহয় খেলো যুদ্ধ-যুদ্ধ, ক্ষয়ক্ষতি এহেন!
কার্তুজের গায়ে মাখামাখি আজ, গোলাপের আদর।।

কিছু কথা আজ, রয়ে গেল বাকি, সবকিছুর আড়ালে,
কাঁটাতারের বেড়া ভাঙে, তোর ছোট হাতদুটো বাড়ালে।

আয়, তোকে দেব রক্ত পলাশ। লাল শিমুলের তোড়া।
ওদের সঙ্গে খেলিস না হয়, অস্তরাগের পথে।
দুর পাহাড়ের চুড়োয় উঠে, তোর মুঠোর ফাগ ওড়া।
এগিয়ে চল। সবাই আছি। তোর দিগ্বিজয়ী রথে।।