আমার স্বপ্নভেজা দিন,
         মিষ্টি বেরঙীন,
ইচ্ছেগুলো যাচ্ছে উড়ে বেশ

আমার মনখারাপের রাত,
            নাজুক অওকাত্
তোমার কোলে চিন্তারা ভাবলেশ।।

আমার ডুব সাগরের তীর,
         একলা মনের ভিড়,
স্বপ্নরা আজ ভীষন এলোমেলো

আমার বৃষ্টি জলে ঝুপ
         ভাবনারা নিশ্চুপ
তোমার স্বপ্ন রামধনু রং পেল।।