রোজকার মতো অফিস ফেরত তুমিও ।ভিড় বাস ঠেলে
হামাগুড়ি দেয় স্বপ্ন ।নিস্তব্ধ । দু-একটা ফুটে শাপলাও
বিলের ধারে ,বানভাসি । উপোসি সকালে অঞ্জলিতে ফুলের মালাও ।
কান পেতে সব কি শোনা যায় ?নাকি আয়নাও
মিথ্যে বলে আজকাল ? বাঁধন ছাড়া ঘুড়ি মেঘ ছুঁতে চায় ।
চাতক ,জমতে থাকা শানবাঁধানো পুকুর পাড়ের শ্যাওলাও ।।
রং পরে ।আলোয় আলোয় ভরে গেছে রাজপথ।
"প্রদীপ আগলে রেখে প্রিয়তমাও"।অদৃশ্য ল্যান্ডমাইন।
"কই এবারও তো এলে না ,করেছিলে যে শপথ" ।।