লাশের মিছিলে আধমরা শব্দবাজি ,
জন্মান্তর মানে না।কিছু সম্পর্ক প্রেম না
রোগজীবাণু মানুষ,হাসছে ইমোজি ।
টুপটাপ বৃষ্টি হলে কারো বা মন খারাপ
কেউ নস্টালজিয়া ,বাংলা মদে
ফুটপাতে জল জমে,শহর তখন মোমবাতি হয়
মেয়ে মানুষ ছিঁড়ে খায় ,স্বপ্ন বেচে কম দামে।।
"পূর্ণিমার চাঁদ হয়ে উঠে ঝলসানো রুটি"
("চশমা(দ্বিতীয় খন্ড)" ,২০১৮)