আজ হয়তো তুমি খুব ব্যস্ত ,ব্যস্ত তোমার ফোন
আজ আমি শব্দ সাজাই ,নির্বাসিত প্রেমিক  মন ॥
আজ তুমি গল্প পাত অন্য কারো সাথে
আমি শুক তারা খুঁজি ওই আকাশে ,শ্রাবণের  রাতে ॥

##
আজ আমি গাই শুধু একলা থাকার গান ,
হৃদপাথরে ফসিলস আঁকা ,জমানো তোমার হাজার অভিমান ।।
আমার শরীরে বিঁধে আছে  শুধু রঙহীন কিছু গোলাপী  আলপিন ,
আমিও বদলে গেছি আগের থেকে ,আমার কাছে রাত মানেই এখন শুধু দিন ॥

##
আমি আজও স্বপ্ন কুড়োই ,ভালোবাসার শব্দ খুঁজি কিছু ,
তুমিও অপকেন্দ্রীক আজ, "ভাল্লাগে না "আর আমার আবদার  ,
সব কিছুই আছে আজও শুধু তোমার আমার মাঝে কাঁটা তার ।
আমি আজও মরূপথে বসন্ত খুঁজি ,সেখানে নাকি আকাশ অনেক নিচু ॥