আর একটু ছুঁয়ে দিও তুমিও।আঙ্গুল নেড়ে
     ভেজা চুল।গন্ধ।শাড়ির ভাঁজে
     মুখ ফিরিয়ে।হাসিটুকুই সম্বল।সে

ভিড় ঠেলে মিনিবাসে ।অফিস ফেরত
  ভীষণ জ্বর।দূরত্ব মাপছে পারদ
          সংসার তার।ঝগড়া ঝাটির উৎসবে ..

বেল পাতা ঢাকা চোখ।ললাটে সিঁদুর তার
না দেওয়া  পণ দিয়েছে ।ঝলসানো লাশ
            রোড ঢুকিয়ে ,নিউজ খাস খবর ধর্ষণে'র

বেকার যুবক ব্যর্থ প্রেমিক হয়।চাকরি নয়
              দোকান খুলবে মদে'র
                              জীবন্ত লাশ উৎসবে'র

©জ্যোতির্ময়