হয়তো বানভাসি তোমার শহর আজও
এক হাঁটু জলের তলায় ফুটপাত ।
এক পা দূ পা ফেলে জল ডিঙিয়ে চলি ,
তোমার বাড়ির রেলিং বেয়ে চলে আমার হাই ওয়ে ।।
তুমি বৃষ্টি চেয়েছিলে এক আকাশ ,
মেঘের আড়ালে জমিয়ে কথা ।
আমি কাগজের নৌকা পাঠাই,
স্বপ্ন গোলাপ সাজিয়ে অযথা ।
আজকাল মন খারাপের শহরে ক্রমশ
বেড়ে চলে জিনিসের ক্রয়মূল্য
অথচ আমার কুঁড়ে ঘরে তখনও পান্তা ভাতের রাত্রিরা
স্বপ্ন সাজায় "এবার হয়তো ধানের দাম পাবো " ।
সেবার বন্যায় আমার ধান জমিতে লোনা জল ,
সয়ে গেছে আজকাল আধপেটর রাত্রি গুলো ।
তুমি বৃষ্টি চেয়েছিলে এক আকাশ
জানো আমার গভীরেও বানভাসি তখন ,
নিজের হাতেই পুড়াই নিজের মনের লাশ ।।