SCC অনেক বার দিয়েছি
চাকরি একটাও এখনো নাই ,
ছোট্ট একটা সংসার আছে
টিউশনি করে চালাই l
ছোট্টবেলায় দেখতাম অনেক স্বপ্ন
ছিল কতো এই মনের আশা ,
স্বপ্নতো স্বপ্নই থাকে
তাই করি আজ ছাত্র পড়ার ব্যবসা l
মাস গেলে বেতনটা তাই ঠিক নেই গুনে ,
বৌ আছে ,ছোট্ট একটা ছেলেও আছে ,
সংসার যে চলে তবুও বড় টানে l
BA পাশের পর করি MA
তারপর করি বিয়ে ,
যৌতুকটা নেই মোটা অংকের
চাকরি যে কিনবো সেই দিয়ে l
দিলাম টাকা ,
একগুচ্ছ আশা পেলাম
চাকরি না ছাই ...আমার মন্ডুমাথা l
বৌয়ের কথায় উঠি বসি ...
শশুর আমার দেবতা ,
মাসের শেষে বৌয়ের হাতে দেই তুলে সব বেতনটা l
হাল বাইতেও যে জানি না আমি
কিংবা মাঠে চাষ ,
মজুর খাটতেও ঘৃণা হয়
"পড়া শুনা করে একি আমার সর্বনাশ ?"
আমার বন্ধু দীপক পড়াশুনা
ছেড়ে বিদেশ খাটতে গেলো ,
এখন দোতলাবাড়ি তার ...
এই কালকেই বাইক সে যে কিনলো l
আমি শুধু রোজ থাকি প্রতীক্ষায়
শেষবারের মতো যদি এই বার চাকরিটা হয় l l