হয়তো প্রতীক্ষারা বৃষ্টিতে ধুঁয়ে গেছে পুরোনো দেওয়াল লিখনে ।
ভিড় ট্রেনের ব্যস্ততায় রোজের অফিস ফেরত ক্লান্তি গুলো
জলকাদা পেরিয়ে রাস্তা ঠিক মেপেছে একপা দুপা করে ফের।
মন খারাপের বিজ্ঞাপনে স্বপ্ন সাজিয়েছে ভাল লাগার মেঠোপথে ।।
ইলেকশন হয়তো শেষ,শেষ দলাদলি ভোটাভুটি ।
দাঁড়িপাল্লায় মেপে নেওয়া মনের ওজন ,
অন্যপথ খুঁজেতে গিয়ে চৌমাথা মোড়ে হঠাৎ দেখা ।
ততদিনে ভেকধারী সাধুর মুখোশ গেছে খুলে ।।
তবুও কিছু রক্তপাত হবে ,তবুও অপজিশনের কুৎসা
নিউজের হেডলাইন অথবা লম্বা চওড়া কিছু কাহিনী ।
ওসব কথায় কি যায় আসে বলো ?
রোজ গোপনে একটু একটু করে জলছবিতে এঁকেছি তোমায় আমি ।।