বাতাসেরা সবসময় ভিনদেশী,পাহাড়ে বুকে গলানো যত মোম,
শীত চলে যাবার পরও, যেসব পর্ণমোচি ঝেড়ে ফেলেছে জখম।
বৃষ্টির অপেক্ষায় যত দূর ফিঙের ডাক যায়
তোমার নামেই হয়তো কোনো ছেলে,আজও ভাটিয়ালি গায়।।
বিকেলের সময়টুকু রোজ ফিরে আসে নুনভাতে,
তোমাকে ওষুধ ভেবেছে সে ভীষণ অসুখ সারাতে।।
তবে,
এখানে আলোর দাম বেশি,ছায়াকে আজও সে সঙ্গী'ই ভাবে,
যে মানুষ সব হারিয়ে ফেলার পরও শুধু চেয়েছে তোমাকে।।