আরও একটু বৃষ্টি হলে ভাল হতো ।
একটা জ্বালামুখী জেগে উঠে চোরাবালিতে ।
আমি সব বুঝি রে পাগলী ...
আলমাড়িতে সাজানো বইয়ের থাকে  
হারিয়ে যাওয়া প্রেমপত্র ,চাওয়া পাওয়া মেশানো ।।



আজ আর কেউ প্রতীক্ষা করে না ,
রাস্তা ঠিক চলে যায় পা মেপে মেপে ।।


কিছু ইস্তেহার তখনও ছোঁয়াছে রোগের প্রকোপ
থেকে যায় ,ধর্মের প্রাঁচীরে তখন রাজনীতির রঙ বদল।
প্রেমের বিজ্ঞাপনে হয়তো ছেয়ে গেছে তোমার
দেওয়াল ততদিনে । যে যায় তাকে ফেরানো
আমার হয়তো সাদ্দিনেই ।।