##
আমি আজও চশমায় পারদ মাখাই ,
আমি আজও গোলাপ কাঁটায় বিঁধে ,
বদলে যায় সব ,রক্ত জমে গভীরে ।
শব্দ গুলো ছোঁয়াছে লাগে বুঝি ? শরীরে আলপিন ফোটাই ।।

##
চকচকে জলের সমাধিতে হৃদপিণ্ড ভাসে ,
আমার ফসিলসে ... থুতু লেগে আছে ,
ওই রামধনুর দেশে নাকি মৃত্যু ডাকে কাছে ?
পরাজিত পথিক আমি , আধখানা চাঁদ দেখে আজও  হাঁসে ... ।।  


##
আবার পারদ প্রলেপ ,আবার মিছিল ,বিজ্ঞাপনে ঢেকে যায় মুখ ,
মন খারাপের বার্তা ,তোমার ব্যালকনিতে পৌঁছাবে না  জানি  ,
ছাঁয়া পথের ভিড়ে চাঁদকে আমি আজও গুণী ।
নিজের পৃথিবীতে  যদি থাকে " একটু সুখ "।।


##
ওরাও মুখোশ খুলে ফেলে ,রক্ত ও নিকটিনে ছবি ,
গুড়ের বাতাসা খিদে মেটায় ,তৃষ্ণার্ত নাকি কাক ,
তবে নাই ভালোবাসা পেলাম ,চশমায় বৃষ্টি চিহ্ন থাক ।