আঙুলে ছুঁয়ে গেছে কাঁটাতার ...
থুঁতু দিয়ে আটকানো তসবির ।
জীবন চাইছে আরো বেশি
নিজেকে একলা ভাবছি যতই ,লাইনে তত ভিড় ।।
পিছন ফিরে দেখা ,আবছা ছায়া
রাস্তা মেপেছি যতই ,সব'ই মায়া ।।
রাতের সূর্য নাকি চাঁদ ওই ?
গ্রহণ লাগে ,যখন'ই তোকে গল্পে মেশা'ই ।।
এরপর হঠাৎ হামলা বলে ,জ্বলে আরশিনগর
চোখের ভিতর আকাশ ,আকাশ মিশেছে ছায়াপথে এরপর।।