হাঁটু জল ভেঙে ছেঁড়া পালের নৌকাটি ভেসে যায়
তোমার শহরের প্রাচীর বেঁয়ে । শেষ রাতের কালবৈশাখীতে
ল্যাম্পপোস্ট গুলো ভেঙে গেছে ,যানজটে রাজপথ ।।
ভুলে যাওয়ার বাহানা গুলো চোখে ধুলো দেয় তখন ।
মন খারাপের মন খারাপ গুলো ইচ্ছে ডানায়
মেঘের নৌকা সাজায় আরো একটা ।।
নাটোরে বনলতা সেন তখন রংতুলি হয় ।
দত্তকি মন তিস্তার বাঁধ হয়ে আকাশের তারা গুনে ।।
চাঁদে তখনও দুএকটা ভাঙা আয়নার টুকরো ।।