##
আমার শরীরে বয়ে চলে স্তব্ধ লাভার স্রোত
সেই মেয়েটির গলায় ফাসঁ দিল ,চিরকুট হাতে "ধর্ষিত "।
তুমি মোমবাতি হাতে করলে রাস্তা অবরোধ ।
ভালো মানুষি কাপুরুষত্বা ,অভিশাপে ধ্বংস হোক "মুখোশি অভিনয় যত "॥
বহুবাদী জন্তুতে সমাজ শাসিত ,মুষ্টি বদ্ধ হাত আজ মৃত ..... ॥
##
"কি পেলে মিছিলে পথ হেঁটে ? কিছু বাস ট্রাকে আগুন জ্বালিয়ে ?"
"তার থেকে তুমি কখনো আমি হয়ে জন্ম নিও
আমার মতো তুমিও যেন শাস্তি পেও "
সমাধিসত্ব ছিঁড়ে খাওয়া শরীরের শেষ চাওয়া প্রার্থনাতে ....
ধ্বংস হোক এই ঘৃণ্য সমাজের বিকৃত ব্যাধি যত ॥
##
সংবাদ শিরোনামে আজ বিক্রি হয় প্রতিশ্রুতির বিজ্ঞাপন ,
ভগবান নির্লজ্জ দর্শক ,সমাজের অগ্রে কালো পতাকা
"যার আছে বেশি ,সে আরো চায় " । "চুপ কর তোর মাথা ব্যাথা অযথা "
হুমকিতে স্তব্দ সত্যিরা । "বিজয় মিছিলে মিথ্যের মাথা উঁচু এখন " ॥
মোমবাতি মিছিলে পুড়তে থাকে লাল নীল স্বপ্ন গুলো তার .... ॥
##
"নাহ আর নয় কোনো প্রতিবাদ ,নয় অবরোধ ,কিংবা সংবাদ শিরোনাম "
"কোনো সাম্য বিচার ,কিংবা রাজনীতির ঘৃণ্য রঙ কোনো ",
"আমার মৃত্যুতে এই অমানবিকতায় অভিশাপ নেমে আসে যেন । "
" যেন এই পৃথিবী আর এক নাম হয় আমাদের বেঁচে থাকার উপাদান " ॥
আমার এই সমাধিসত্ব শ্লোগান "সাদা স্বপ্নরা যেন মরে না যায় কারো আর "॥