হিসাবটা ঠিক আছে ? সময়ের সাথে সাথে
হিসাবও পাল্টে যায় মনে রেখো ।
তুমি তো লাভক্ষতির সরল সুদকষায়
দাঁড়িপাল্লায় মেপেছো ওজন ।
পেয়েছো ভাগফল ?ভাগশেষ কিন্তু থেকে যায়
শেষ পর্যন্ত ..শূন্য ...অথবা ইনফিনিটি ।
এই তো সেদিন ..ব্ল্যাক হোলে মিলিয়ে গেল
আলোক রশ্মিও ..আর তুমি ..স্লোপ মাত্র ।
হয়তো নেগেটিভিটি ছিল ..বিকর্ষন তবুও
আমার নিউক্লিয়াসে ..কিন্তু প্রোটন কনা ধ্বংস হয়নি
এক্সপ্লোরেশনে ..তাই ম্যাগনেটিক ওয়েভে
স্মৃতিটুকু স্যাটেলাইটগামী ....।
নাহ্ সোস্যাল মিডিয়ায় ছড়াবার নয়
প্রাইভেসি তো ছিল ।
ভুল পদ্ধতিতে কি আর সঠিক ক্যালিব্রেশন হয় ?
হয় না নাহ্ ! তুমিও জানো সেটা ।
হয়তো তাই ..তোমার আমার কেমেস্টিতে হঠাং
ম্যাথের সমাকলন ..আর হিসাবটা ভুল ।
ভ্যানেশিং কালারে ছবি এঁকে কি লাভ বলো ?
ব্ল্যাঙ্ক পেজ ব্ল্যাঙ্কই থাকে
ঠিক তোমার ম্যাথেমেটিকসে শূন্যকে শূন্য দিয়ে
ভাগ ..ভাগফল ও ভাগশেষ দুটোই জিরো ।।