আর কতটা অপকেন্দ্র বলে
নিউক্লিয়াস থেকে ছিটকে বেরিয়ে যাওয়া যায় প্রোটোন কনা ?
আর কতটা উষ্ণতায় হিরকও নির্সারিত করে
কার্বন মনো অক্সাইড ....
ওজোন স্তরে ছিদ্র দিয়ে কিন্তু আল্ট্রা ভায়োলেট
আসবেই....হ্যাঁ ভলক্যানো ,উল্কা ঝড়
সাইক্লোনে ছিড়ে যাচ্ছে ভিতরের শিরাউপশিরা
ব্লাডব্রেন বেরিয়ারে ব্লক ...নাহ্ কোনো
ট্রান্সমিশন হয়নি ...ইম্পালস্ ..অনুভুতি গুলো
সিগারেটের ছাইয়ে মিলিত ...।
"কতবার বলেছি না বি কুল ....।"
নাহ্ আপেক্ষিকতায় যে সম্পর্ক যুক্ত
সময় , আবেগ ,অনুভুতি, ভালোবাসা
দুরে ...অনেকটা দুরে চলে যাওয়া
হ্যাঁ কবিতা ..আমি তোমায় ছেড়ে অনেকটা দুরে
চলে যাবো ...সেই অন্ধকার গলিটায়
যেখানে আলো নেই ,কেউ আলো দেখেনি
কোনো দিন ,অন্ধকারটাই যে তাদের আলো মনে হয়
আমি আলো চাই না ,বরঞ্চ যন্ত্রনা দিয়ো
অন্ধকার দিয়ো ,শুধু ওই অন্ধকার গলিটায় একটু আলো দিয়ো প্রভু ...ওই যে গ্রামে ঝাঁপসা অন্ধকার
জানো কত স্বপ্ন থাকে সেখানে ,কত স্বপ্ন ভাঙ্গে
রোজ ..তবুও স্বপ্ন নিয়ে বাঁচা ।
আমি তো স্বপ্ন বিশ্বাস করি না কবিতা !
তবে কি লিখবো বলো ?
বাস্তব ?..সেটা তো আমার ঘোর অন্ধকার ,যন্ত্রনাময় ।