আর একটু জড়িয়ে ধরো...তাকে

পাথর সাজিয়ে রাখা পৃথিবী বুকে তার।

খুচরোর দরে মন বিকিয়ে ফেলে মুখের ভিরে
মনখারাপিতে প্রেমিক ভেবেছো যাকে ...

ও বেলায় ডালভাতে ফুরিয়ে গেছে সেও
ফ্রিজের শীতে জ্বর ভীষণ ।একঘরে

"ভালোবাসি " অপমান নাকি ঘৃণা
            তফাৎ মাপছে না কেউ !

©জ্যো তি র্ম য়

সিরিজ (#জুঁই(২৩))