এরপর দেশ ভাগ হয়ে যায়
ভিনদেশী বাতাস।মাটি।আর ঘাস
নিয়মিত ডালভাতে।সে চোখে
বয়ে আনে সর্বনাশ
তুমি প্রেম বলে আদর করো। বারুদ।রং তুলি'র
তার হয়তো বুকেও পেয়ে যাবে একদিন
ঘিলুহীন পুলিশের গুলি ...।
তবুও পথে মোমবাতি হয়ে যায় কথা
মিছিল ভেবে।তবে এ পথ শেষ হবে
বুকে বয়ে ব্যার্থতা ...
প্রেম নিয়ে আসুক মেরুদন্ড।তবে ...