ভুলতে তো অনেক বার চেয়েছি
অনেক বার ব্ল্যাকবোর্ডে আঁকা
ছবিটার দিকে শ্রাবন মেঘের বৃষ্টির জল
ছিটিয়ে দিয়েছি ..নাহ্ ..মুছে যায়নি
সাদা চকের ক্ষুদ্র ক্ষুদ্র কনা আজো
আমার গভীরে ব্ল্যাকবোর্ডের ছবিকে
উজ্জিবীত করে ।
হৃদ্পিন্ডের কপাটিকা গুলি যদি
হঠাত্ বন্ধো হতো ...
যদি শ্বাস-প্রশ্বাসের সময় অ্যালভিওলাই গুলি
ব্ল্যাক অ্যাসে জমটা বাঁধে ।
হৃদয় বুঝি তবুও মেরু প্রদেশের হিমশৈল
সমুদ্র স্রোতে অস্তিত্বটা হারাবে ...বারবার
হিমালয় হয়ে কিন্তু নয় ।
আর কোনোদিন ভূমিকম্পে কোনো না
কোনো ভঙ্গিল পর্বতের গায়ে খুঁজে
পাওয়া জীবাশ্মে আমার যন্ত্রনার দাগে
হয়তো আরও বেশ কয়েকটা কবিতাও লেখা হবে
তবুও ভুলে যাওয়া আর হবে না ।।



(অচেনা পথিক,২০১৩ )