সেবার বৃষ্টিতে ভিজে গিয়েছিলে
তুমি ।আমার নিরামিষ চোখে
পিরহানার দাঁত বসানো অভিপ্রায়ে ।।
তোমার শরীর বেঁয়ে ,স্তন বেঁয়ে
যে জল গড়িয়ে পড়ছিল স্বর্গ বেয়ে
নখের ডগায়,ঘাম ভিজিয়ে ছিল আমার নোংরা গায়ে ।।
তখন ছাতা উড়িয়ে দিয়ে ইচ্ছে করছিল
জড়িয়ে ধরি ,জড়িয়ে ধরে শুষে নেই
সবটুকু নির্যাস ।
সে হয়ে ওঠেনি তবে
মুখোশের আড়লে মুখ রেখে
ধর্ষণ করেছি তোমায় ,চোখের পর্দা অন্তর্বাস ।।
আসলে কারো কাছে ভালো থাকাটাও একটা
হিংস্র জন্তুর জঠরে গর্ভবতী হওয়া সাপ ।
তুমি ভেবে ছিলে ভালোবাসা ,
আমার ছিল সর্বনাশের অভিশাপ ।।