সে আজও গল্প কবিতায় ।মনের গভীরে
আলোছায়াতে মিশে যায় ।গোপনে তারে
চুপি চুপি আমিও ছুঁয়ে যাই ।।
হারিয়ে ফেলে খুঁজে পেয়েও হারাই ।।
তার উষ্ণ দুষ্ট কিছু অভিমান,তার একটু ঠোঁট ছোঁয়া ।
তার শহরের ভিড়ে,হোক নাহ ট্রাফিক জ্যাম,তবুও কাছে পাওয়া ।।
"ভালোবাসা কিছু নেই ,তোর সাথে আড়ি "
"উফফ "আমি একটু বেশি জ্বালাতন যদিও করি ।।
তবুও দূর থেকে আরো কাছে আসা ।
আজকাল হারিয়ে গেছি আমি, তবুও থাকবে এই ভালোবাসা ।।