রাত্রিগুলো প্রহর গুনতে থাকে ।কিছু জোনাকিও
ফসফরাস জ্বালায় পথ দেখানোর নামে ।
একটা শহর তখন ঘুমন্ত ছবি।শরীরও
বেওয়ারিশ ক্লান্তি গুলোকে নিয়েছে কিনে ।।
রাজপথ জুড়ে ক্ষুধার্ত মিছিল ।ত্রিশূলের ডগায়
শরীরী লালা।ভেক।কিংবা প্রতিশ্রুতিরাও ছাপ্পা ভোটের দরে বিক্রি সস্তায়।
"ওহ! প্রেম ? জাস্ট এ গেম নাউ " গোলাপ ছোঁয়াচে ।
শিকল পরাও যত ,ভাঙা ব্যালকনিতেই যে মরচে ।।
জ্বলছে শহর ,আলোয় সাজানো ।
এগিয়ে চলার ডাক ।বারুদ কিন্তু তখনো
স্বপ্নগামী ।ধর্মান্ধতা নিপাত যাক ।।