স্বপ্ন বিক্রি গেছে তারপর ।ছুঁয়ে দেখা শিশিরে
এতো ফাল্গুন ,ফুল!ভুল ভরা চিমিটি কাটা শরীরে ।।
বারবার আমিও ফিরে আসি বড্ড অবহেলায় ,
"ভালোবেসে ঘুম তার চোখে,বেঁচে থেকেও মরে যাওয়ায় ।।
দিনের শেষে 'আমিও' থমকে গেছে মেঠো পথ'এ বাঁকে
মরচে ধরা মনের ভিতর বৃষ্টিও ছুঁয়ে ছুঁয়ে যায় থেকে থেকে ।।
মুখোশের ভিতর মুখোশ দেখে দেখে ,ক্লান্ত দুটি চোখে
বেওয়ারিশ রোদ কিনছে মন ,ভুল হয় চিনে নিতে।,তাকে ।।
আমি ভাবি প্রেম ,সে অন্য আকাশে ঘুড়ি উড়ায়। ভাবিনি ...
বাস্তবতা ভুলে অঙ্ক কষে ছিল ভার্চুয়ালিটি ,জানি ।।