##
আরো কিছু রক্ত চাই কি ? আরও কিছু তাজা তাজা প্রাণ ?
ধর্ম তোমার "প্রেম " নাকি শুধুই ধ্বংসের গান ?
ওরা ব্যবসা করে ,মন্দির কিংবা মসজিদ দোকান তার ।
তুমি আমি খদ্দের, জেনেও করি ভুল কিংবা পরলোক চিন্তা ভীষণ আবার ।।

##
যদি ধর্ম শুধুই বিবাদ লাগায় ,করে গোষ্ঠী  বিভাজন ,
কিসের সে ভেক ?কিসের সে নীতি যদি ধ্বংস হয় জীবন ?
শুনেছি ওই বাইবেল , বেদ পুরাণ কিংবা কোরান,নাকি শেখায় সম্প্রীতি ও সাম্যের গান ,
কোন সে ধর্ম গুরুর নীতি যে প্রেমের বদলে নেয় শুধু অন্যের  প্রাণ ?

##
ছুড়ে ফেল সে ধর্ম ,ছুড়ে ফেল সে নীতি ,
এসো গড়ে তুলি আবেশিত বিবেক জাগিয়ে সম্প্রীতি ।
ভেঙে ফেল সে দোকান ,যেখানে নেই সম্ভাষণ ,
অন্ধ মনকে করি মুক্ত ,প্রেমের স্রোতে চলবে জীবন ।।

##
জানি আজ রুক্ষ্ম বিশ্বে ...শুধুই খাঁ খাঁ ধূসর পান্তর
মানুষ বোঝেও বোঝে না আজ ,মৃত বিবেকি অন্তর ।
তবুও ... গাইছি গান ,মৃত পৃথিবীর বুকে চলিয়াছি হেঁটে
    ধূরস মরুর মাঝে একটু সবুজের খোঁজে ...... ।।