হয়তো এভাবেই ছুঁয়ে থাকবে ঠোঁট ।
ছোট্ট এ নদীতে এঁকে বেঁকে চলে যাবে ছেঁড়া পালের নৌকা
মায়াবী জোছনায় স্নান করবে রাত ।
সুগন্ধি ছড়ানো নরম ঘাস ।।
আজকাল বড্ড ভয় হয়
নিয়ম ভেঙে গেছে নিয়মে
সময় কিনেছে সময়,আমি বা তুমি
ভুল হয়!,চিনে নিতে ।
এই বুঝি হারিয়ে ফেলবো স্রোতে গা ভাসিয়ে ।।
অক্ষাংশে ঘুরপাক খায় রক্তিম চাঁদ ,গ্রহণ লেগে,
কে যেন এসেছে "আরও আলো নিয়ে" রং মেখে
চৌম্বকীয় তরঙ্গে ভাসতে থাকা "প্রথম আঁকা ছবি"
একি বারান্দার রোদ মেঘে হয়তো হবে দেখা একদিন ।।
চোখে মুছে যাবে লোনা জল এরপর ....