বছর আট হবে
প্রথম প্রেমের ভীতু ভীতু বুক কাঁপানো জল ভেজানো গা...
রথ টেনেছে সব্বাই ...আমি নষ্ট হওয়ার চেষ্টায়
গায়ে মাখছি কাঁদা
এরপর ধাপ পেরিয়ে গেছে সময়
কেটে গেছে ঘোর ,পালিয়ে যাওয়া
হয়নি ফেরা উল্টো রথে ,ভীষণ রোগে
রাত কিনেছে ইনসোমেনিয়া ।।
অপরুপা তুমি (২০) ,২০১৮