দপ্তর পাল্টে ফেলেছে মন। বইখাতাময় ইস্ট্রোজেন
অফিস ফেরৎ তার প্রেমিক,ট্র্যাফিকে
শহর তোকে না হওয়া প্রেম দিলাম।
জমিদারি তার পাঁচ সিকে'র
মুখগুলো সব আয়না হয়ে থাকে
প্রেম! সে চুমুর ডাক নামে রাখে
হাসিমুখ ঠোঁট ছিল কারো অক্সিজেন ।
এরপরও জানালায় রোদ আসে
ভিড়ের মাঝে একাকী পেরোয় মাঠ
ঘাস হয়ে যায় উঠোন।সংসারী হয় মন
শীতকাতুরে ভীষণ রকম মন মেপে নিয়েছে
মনের ওজন