ঠিক এভাবেই সপ্তদশ ও অস্টাদশ শতাব্দীতে
ইউরোপে ... চলছিল
....উল্টোনিয়ম ....।
.."উলঙ্গ রাজার রাজত্ব"
একটা নির্ভিক শিশুও ছিল
সেদিন হাজার ভীরেও প্রশ্ন তুলেছিল
"রাজা তোর কাপড় কোথায়?"
আর সবাই হাততালি বন্ধ করে
শিশুর গলায় সুর মিলিয়ে ছিল শেষপর্যন্ত ।
ঠিক তখনি নবউথ্বান হয়েছিল একটা সভ্যতার ।
আজও রাজা আছে
আজও সে উলঙ্গ
সেটা সবাই জানে ,এমনকি রাজও
রাজার নগ্নতার দিকে আঙ্গুল তুলে
দেখাবার শিশুটি আজ আর নেই ।।



কে যেন ব্যবসা শুরু করেছিল
মানুষের আত্মিক ভয় ও শান্তি নিয়ে
ঠিক তখনি ধর্মের উদ্ভব।
ভয় তো সবার হয় ..সেটাই মুলধন।
ব্যবসা চলছে পুরোদমে
সারি সারি দোকান ...মন্দির,মর্জিত আর গির্জা ।
ব্যবসা ভগবানের ।।

পরিবর্তনটা আজ জুরুরি
আগামীর জন্য ..একটা বিপ্লব।
এর জন্য প্রতিটি মানুষের মধ্যে একটা
নতুন চিন্তা,মননশীলতার উপস্থাপন করতে হবে
ওই ব্যাক ডেটেড চিন্তন্ন প্রতিস্থাপন করে
তবেই পুরো সিস্টেমের নবউত্থান সম্ভব।
যেহেতু বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরী ।।