আমি ওপথে আর ফিরে তাকাবো না ,
সেই মেঠো পথ ,ঘাস ফুল হয়ে ফুটে থাক
"না হওয়া প্রেমের" মত সে প্রেম।

প্রেমিক ভাবতেই শিউরে ওঠে মন জমি
ভীষণ অপরাধ বোধে ছুঁয়ে দেখা ঠোঁট
কেঁপে কেঁপে বলে উঠে "ভালোবাসি,ভালোবাসি"
           নাহ " ভালোবাসি না ,আমি একটুও
                    ভালোবাসি না"

পালিয়ে যেতে যেতে আরো অনেকটা দূর
মিছিলের ভিড়ে একাকি, গুনে দেখা সময়
  বান্ধবীগাছ এ ছায়া আমার নয় ...

অর্থহীন মোমবাতিরা জ্বলতে থাকুক
              সে সমদ্দুর ...



(অপরূপা তুমি )