হ্যাঁ জানি তোমার চোখের
বিষবাষ্পের আস্ফদণ ..আজও
কমেনি ....
তুমি কাঁকর মাটির কলসি দিয়ে
এনেছিলে নোনা জল .....সমুদ্রের
আমি জাহাজের মাস্তুল ধরতে গিয়ে
পড়ে গিয়ে ছিলাম জলের অতল
তলায় .....পিরহা্ণার মতো
ছিঁড়ে খাচ্ছিল আমার মস্তিষ্কের
রক্ত মাংস .......গোপনে
বাস্তব আর কল্পনার অন্তিমে
যে হটাৎ অতীত এসে হাত বাড়লো
আপন করার ..ফিরে পাবার
তোমার আকাশে অবাঞ্ছিত ভুল
করে ঢোকা শঙ্খচিল যে আমি
চাতকের মতো বৃষ্টি চাই বলে
চেঁচিয়েছিলাম ...তোমার আলপনা
প্রেম ভিক্ষা ...রাস্তার ভুখা শিশুর মতো ...
তুমি সোনার পাথর বাটিতে
এনেছিলে ...জলীয় বাষ্প
জমতে জমতে ...হটাৎ বৃষ্টি
আমার চাওয়া নয় ..
অজানা পৃথিবীর বুক চিঁড়ে
আগ্নেয়গিরির অগ্ন্যূৎপাতে
মিশে গেল সব ....সমতল জমির
সবুজ ফসল ...
তুমি চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে
থাকলে সারাক্ষণ ...একবারও
ফিরে তাকালে না ....
আমি চাঁদ থেকে তোমায় দেখলাম
আরও একবার
আরও এক ঝলক l l