ভীষণ ভয় লাগে ভাই ,লিখতে গিয়ে হোঁচট খেয়ে পরি।
মুখে আসে কথা,বলতে মানা,ছেড়া জামায় সেলটেপ মারি।।
কেউ ল্যাংটো হয়ে পাবলিক প্লেসে করে হিসি।
কেউ মেট্রোয় "রঙ্গলিয়ায়'করে নাকি কিসি ।।
সমাজ গেছে নাকি উচ্ছন্নে ,আলিঙ্গনে ।
পৌঢ় নাকি সম্মান পাইনি,"খোঁজ নেই ধর্ষন'এ।।
ভোটের বাজারে ভীষণ দামি প্রতিশ্রুতি,
শহর হয়েছে ভাগ,দু দলে,ভাবছি শালা কোনটা রীতি?
লিখতে বড় ভয় লাগে আজ,ভীষণ সর্দি জ্বরে
ভগবান হাসে,বৃথা স্লোগান তোমার উচ্চ স্বরে ।।
তারচে ,চোখ বুজে এসো রই,পাল্টে যাওয়া দিন।
"আমি প্রেমের গন্ধ মাখি "কিন্তু পরিস্থিতি খুব কঠিন ।।