সিঁড়ি ভাঙতে ভাঙতে আকাশ ছুঁয়েছে
প্রতিনিয়ত মাড়িয়ে যাওয়া কিছু দূর্বা ঘাসও ।
এদিকে ছিঁড়ে কাঁথায় রাজপ্রসাদ স্বপ্ন হয় রোজ,
হোঁচট খেতে খেতে গিরিখাত। ।''কই ঘুম ভাঙেনি তখনও"।।
একটা রোদ ঝলমলে সকালে তখনও গভীর রাত ।।
সময়ও ঠিক চলেছে বেয়ে,দূরে হতে হতে এক আকাশ ওই দূরে ।
প্রাচীর ডিঙিয়ে যদি হয় পারাপার ।
শব্দবিহীন শব্দ দূষণে মুখোশ খুলেছে আবার ।।
অন্য কোনো গানে কিংবা অন্য কোনো নামে তখন
অল্প করে বাঁচে তবুও জীবন্ত কিছু লাশ ।
ব্যস্ত সময়ে ইচ্ছেরা বন্দি রোজই,মুক্তির অবকাশ ।।