শেষ বিকেলের ঝালমুড়ি।চুরমুর।অবদারী কিস..
সে শহরে ব্যস্ততার অজুহাত।ভিজিয়েছে সেও বালিশ।

রোদ মেখে নিও।প্রিয়।তুমিও লিখেছো কথা কার?
সে শুধুই ভুলে যায়।ফুটপাতে নেমে আসা অন্ধকার

বিজ্ঞাপনী সে মন।চিল।নষ্ট করা কার্নিশে
আমাদের না হওয়া প্রেম সে।"ভালো থেকো" নেমেসিসে..

সে এখন আকাশ দেখে ফিরে গেছে।নীল রং নয় প্রিয়..
সে এখন বেবাক হওয়া।ভিনদেশী।অপাংক্তেয় ...

#জুঁই