চলো কিছু শরীর সাজিয়ে রাখি,
নরম কিছু মাংস।স্তন।আত্মা।
চলো ধর্ম-বিজ্ঞান কে চায়ের কাপে বিক্রি করে
দেশ কে চুবিয়ে নিছি তাতে...।
খুলে খুলে পড়ছে কাপড়,ক্লিভেজ ,হাসিমুখ গুলো।
কিংবা ধরো ,বৃষ্টি ভেজা কোনো বিকেল বেলায়
তুমি আমি বই পাড়ায়।ছাতাটা উড়িয়ে দি'ই?
বৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে পড়ছে তোমার গায়ে ,ভিজেছি আমিও ততটাই।চারপাশে শুধু হায়না'র হিংস্র চোখ।।
তারপর ,
চশমাটা খুলে ফেলে আমি,ভগবান আকাশ ভাঙছে হিংসায় ।
যে শব্দে কবিতা হয় না,তোমার আঁচল মায়ের মত'ই আমাকে দিচ্ছে সায়।।
ছায়া।
(...সংক্ষিপ্ত)
#এবং_ও_তারপর