##
ও মন আজ কিছু কথা বল শুনি
আমার চোখে ধূসর আবছা আলো ,
ল্যাম্প পোস্টে লাল ওড়না ,বেসেছিলে তুমিও ভালো
চলতে চলতে হোচট খায় স্বপ্ন গুলো ,আমি অন্ধকারে জোনাকি গুণী ॥
পথ চলে গেছে এঁকেবেঁকে .... ।।
##
ওই খানে দেখো আজও ঝুলে আছে গোলাপী ইস্তেহার
সে নেই ,না থাক ,গ্রীষ্মে ফুটে থাকুক ফুল
ব্যস্ত সময় ,আমি বুঝি তবে করেছি ভুল ,
সকালের রোদ এসে জানালার কাঁচে আঁকি বুকি কাটো না আর ॥
কালাহারী পেরোবোই আমি হেঁটে ... ॥
##
জানো আমার বালুচড়ে শুধু চোরাবালির বাসা ,
পল্ল্যল ব্যাজনী তে আছড়ে পড়ে কিছু ম্যানগ্রোভ ,
থাক না ,থাক না গোলাপী স্মৃতি গুলো নীরব ।
ঘুমহীন রাতের তারায় আঁটকে গেছে ভালোবাসা ॥
তোমার রঙ ছবি আঁকা থাক নিভৃতে ... ॥