আরো  কিছু মোমবাতি সাজাও ,আরো কিছু সমাধি
জ্বলুক ফের তোমার আমার গল্পকবিতায় সতীদাহ  ।
কলঙ্কিত চাঁদ যেন তবুও পূর্ণিমায় হাসে ,"ধর্ষিতা" উপাধি
হোক সমাজের ,মাথা উঁচু বাঁচুক  "তিন বছরের শিশুটিও" যেন ।।

##
মিছিলে তুমিও হাটবে ,হবে রাস্তা অবরোধ আবার
সংবাদ শিরোনামে উঠবে ফের নাম ।
সমাজও ছাড়বে না তাকে ,গুজবে ও প্রশ্নে মানষিক ধর্ষণ বারবার ,
পায় কি ফিরে সে হারানো সম্মান ?

##
এর থেকে আরো কিছু মোমবাতি জ্বালাও ফের
ভেঙে ফেল খাঁচা ,ধর্ষিত হোক উল্টো ,এভাবেই হোক সাজা ।



(চশমা,২০১৭)