আজও কিছু মেঘ ,আজও কিছু না বলা কথা
কাগজের নৌকায় ভাসিয়ে দিয়েছি ...
আজও বৃষ্টির বিকেলে মন খারাপ অযথা ,
তোমায় চাইতে গিয়ে ,হারিয়ে গিয়েছি
পারদের উঠা নামায় ..... ।।
##
আজও ইকোপার্ক কিংবা সিসি টু তে
আজও সেই নির্জন দুপুর আমার জানালার কাঁচে
বৃষ্টি চিহ্ন আঁকে পুরোনো রঙ তুলি ,
আমি আজও মেঘলা আকাশে ওই শুক তারা খুজে চলি ,
কিছু কথা আজও কথাতেই হারায় ... ।।
##
তবুও আমার সমুদ্রে আছড়ে পরে ঢেউ
জানি দূরে সরে যাবে বালুচর ,চোরাবালিতে মন
"ও পাখি যাও ছুটি দিলাম ,উড়ো পারবে যতক্ষণ ।
পারলে আমার চিতায় শুকনো গোলাপ দিও কেউ
শুধুই ছায়াবাজি,থাকবে না কেউ অপেক্ষায় ... ।।