ধ্বংসের পথে আগামী
প্রেম মানে বুঝি ছুঁড়ে ফেলা ভ্রূণ ?
বইয়ের বোঝা আর নিয়ম মাফিক সিলেবাস
বেশ্যা সিস্টেমের অন্তরবাসে কিছু নামধারী শিক্ষকের
বীর্য পাত,মানুষ অমানুষ বিচার করে নম্বরে … ।
তুমি ,আমি ছুটে চলছি রোজ
হারিয়ে ফেলছি নিজেকে নম্বরের হাতছানিতে ।
স্বার্থপর তুমিও আমার মতো বানিয়ে দিচ্ছে তারা
একেমন শিক্ষা …. স্বার্থ ছাড়া কিছু জানে না ?
কন্ডোমে পরিয়ে দেয় শৈশবের হাসি খুশির দিন গুলিতে
নিজের ইচ্ছে গুলো মরতে থাকে রোজ
একটা মৃত মানুষের যান্ত্রিক সমাজ গড়ে উঠে …. … ॥