#পূজোর_ক্যানভাস(২)





এবং ..মনটা এটলাস্ট নস্টালজিয়াতে
আক্রান্ত ..এক্কেবারে একশোচারের জ্বর
পারদস্তম্ভে সর্ব্বোচ্চ নির্দশন।
হ্যাঁ ..পূজো আসলেই এমনটা হয়
সেই দুষ্টুমিষ্টির ছেলেবেলাটা
রুপলিপর্দায় চলমান....।
ক্যাপপিস্তলে বন্ধুকে চমকে দেওয়ার
কথা মনে আছে তোমার ?
বড্ড ভয় পেতে ওই ক্যাপপিস্তলটাকে
মনে নেই না ...?
মহালয়ার সকালে ..ঘুম থেকে উঠার
আর অবিনাশ জ্যেঠুর বাড়িতে টিভির সামনের
বসবার জন্য ঝগড়া ..জ্যেঠু ধমক দিলে সব চুপ হয়ে যেতাম ।
মাটির মূর্তিতে রং পড়ে
হাটখোলায় আমাদের আড্ডাটাও জমে উঠত
স্কুল ফাঁকি দিয়ে বসে থাকতাম মন্ডপে
কানমলা কিন্তু জুটত ।
আজ সব স্মৃতির পাতায় ।
হারিয়ে গেছে ছেলেবেলা ,হারিয়ে গেছে প্রতীক্ষা
কবে আসবে পূজোটা ,কবে স্কুলটা ছুটি হবে
কবে তোমায় পূজোতে দেখবো নতুন ড্রেসে ?
এখনও প্রতীক্ষা আছে ...এখনো ইচ্ছে হয়
আর একবার সেই গ্রীন কালারের ফ্রকটা পড়ে
সামনে দাড়াবে ..আর আমি থ হয়ে যাবো ।