আমার শহরে শুধু সভ্যতার ধ্বংসাবশেষ ,
ছুটছে মানুষ ,ছুটছে সময়, সেকেন্ডের কাঁটা
চশমায় আটকে গেছে যেন ॥
সোশ্যাল মিডিয়ায় ভাব সম্প্রসারণ
হিমালয়ে প্রেমের ফসিলস
গঙ্গোত্রী আছড়ে পড়ে পৃথ্বীর শরীরে,
ব্যস্ততার মাঝে ,ছক কাটা জীবন ॥
চিমনীর ধোঁয়া জানে পোড়া ইটে ঘামের গন্ধ ।
যৌবন চুমু খায় ফের মাঝে মাঝে
অন্তঃসত্বা মন ,নীল খামে আঁকে প্রেম ॥
রাত্রি গুলো পরিষ্কার দিনের থেকে
স্বপ্নরা এক পা দু পা করে সামনে এগোয়
আগুন জ্বলতে থাকে ,এস্ট্রেতে মহাদেব
জাগুক বা নাই জাগুক ,ব্ল্যাক ক্যানভাসে
ভাসতে থাকে কিছু পুরোনো ছবি ....
নিকোটিন মিশেছে রক্তে ,সাইন্যাপস ব্লক
না হয় হলাম নিকোটিন কবি ...... ।।