নাহ্ !..মা আজেও এক ফোঁটা ঘুমাইনি আমি
সেই তখন থেকে ঠায় এখনো ওই আধখানা চাঁদ
দেখছি আমি ...মেঘের রুমাল টেনে নিচ্ছে আজো
সে বারবার ..দূরে ওই যে দূরে ল্যাম্পপোস্টটা
আছে ....কুকুর গুলো মাঝে মাঝে চিৎকার উঠছিল
তারাও ঘুমিয়ে পড়েছে ...।
রাতের অন্ধকারটা এখন নেই
হয়তো সূর্য্য উঠবে আর কিছুক্ষনের মধ্যেই
মা কবে সত্যি করে সূর্য্য উঠবে বলো
সমাজের এই ব্যাকডেটেট অন্ধকার গলিতে ।
হয়তো কোনো বাস স্ট্যান্ডে একলা এক তরুনি ..
অপিস থেকে ফিরতে দেরি বা প্রিয় মানুটার সাথে
দেখা করতে গিয়েছিল ..তাই একটু লেট
কে চায় বলো ফিরে আসতে প্রিয়মানুষের কাছ থেকে ?
কিছু জানোয়ার নিজেদের তৃপ্তি মেটাতে
সন্দুর নিষ্পাপ শরীরে এঁকে দিল চাঁদের কলঙ্ক।
ওই দুরে বোমার আওয়াজ বুঝি
শাসক দলের সাথে বিরোধী দলের গুলাগুলি
নিশ্চয় আজকের নিউজ পেপারের হেডলাইন ?
অথবা কাশ্মীরে জঙ্গির হাতে গেছে কোনো না
কোনো সেনার প্রাণ ...অথবা আত্মঘাতী বোমায়
ধ্বংস হলো কোনো শহর ..শতাধিক প্রাণ হানি ।
জল না পেয়ে সরকারী হাসপাতে মরে গেল সেই
ছেলেটি ..কথা সে দিয়েছিল লাল টিপ পড়া
মেয়েটিকে কোনো দিন ছেড়ে না যাওয়ার।
শুধু মৃত্যুর হাহাকার চারিদিকে
ফুটপাতেই শুয়েছিল বুল্টি প্রতিদিনের মতো আজকেও
হঠাৎ একটা স্কারপিও তার ওপর দিয়ে চলে গেল ।
নাহ্ কেউ হাসপাতে নিয়ে যায়নি ...তাকে
গফলতির আগুনে যে পুড়ে ছাড়খাড় হাপাতালটাও ।
মা রাতটা কেন অন্ধকার ?
অন্ধকার সরিয়ে ভোরের আলো যখন ফুটতে থাকল
কালো ধোঁয়াশায় মিশে যেতে থাকল অপআত্মার
প্রভাব ...সূর্য্যের আলো কি সব অন্ধকার দূর করে ?
মা তুমি যে বলতে সূর্য্য উঠলেই রাতের সব অন্ধকার
দূর হয় ...কই আলো ..?
চশমা ছাড়া দিনটাকেও তো অন্ধকার লাগে আমার ।।