আজকাল বোকাবাক্সের পর্দায় চোখ আটকে গেছে ,
চার দেওয়ালে পৃথিবী হাতের মুঠোয় ।
সময় বদলে যায় ঠিকই হৃদয় বদলায় না
কিছু নুড়ি পাথরে চাপা পড়ে যায় অনুভূতি ।।
আজও হয়তো সিগন্যালে দাঁড়িয়ে মন
ট্রাফিক জ্যামে,ল্যামপোস্টময় মরচে পরে প্রতীক্ষায়
থেকে থেকে । ধানজমির আলে ঘাস ফুল ।
সারা জীবন অনুশোচনায় জীবাশ্ম আঁকে কিছু ভুল ।।
"তবুও ভালোবাসে,আরো একবার হাতে হাত রেখে একটু পাশে "। নাহ!অযথা কথার খরচ শুধু ,
অনেক মিথ্যের আড়ালেও মনে রেখো
তবুও সত্যি থাকে কিছু ।।