ধরে নাও খুচরো কিছু মিথ্যে নিয়ে
গল্প লিখছি ভালোবাসা।
প্রাচীর পেরিয়ে ,দেওয়াল পেরিয়ে।কাঁটাতার।
পরদেশী মন।ইমিগ্রেশন।মন্দবাসা'র।
ঘৃণা'র চোখে হাসি মুখ।আঁচল..
দূর করে দিতে আরও
মেঘ বলছে কৈ জল ?
কথারাও কেটে কেটে যাবে
অচেনা।ভীষণ আপন...
ভুলে গিয়েছে কবিতারা।অকারণ মনকেমন ...
কষ্ট হবে না একটুও ।না ফেরার প্রতিজ্ঞাও ভীষণ
পরের জন্মে ডাল ভাতের সংসারী হবো
একচালা ঘর।ভীষণ পর তুমিও যখন..