গুনে দিনকাল, বড় বেসামাল, মন ছুটে যায় দূরে,
যত নামে রাত,হাতে রেখে হাত,কোনো একদিন তিস্তার তীরে,
নিয়ে কিছু মেঘ,এ আবেগ,কাছাকাছি তুই যদি থাকতি..
ঘন কালো চুল,পাহাড়িয়া ফুল,বান্ধবী তুই বৃষ্টি হতে পারতিস।।
ভিজে ভিজে যায়,বড় অসহায়,অফিস ফেরত বিকেল,
যত ভাবি রোজ,হচ্ছি নিখোঁজ,মন চলে যায় ঠিক তোর দিকে'ই।।
দূরে নামে মেঘ,এই'ত আবেগ,মন ভিজে যাবে ঠিক,
যদি পারতাম,তোকে রাখতাম,পথ ভুলে যাওয়া নাবিক।।
ভেজা চুল যেন তার,যেন কবেকার,রাত জাগা গল্প..
ঠোঁটে রেখে ঠোঁট,অবরোধ,চোখে যেন শ্রাবস্তীর শিল্প।।
যতটুকু ভেবে পাই,ততটুকু এঁকে শুধু যাই,পথ চেয়ে
তবু শুধু মন,কেন মনকেমন,সে যে মেঘপিয়নের মেয়ে।।
হিয়া টুপটাপ,মন নস্টাল,আজও অনুপম যাবে গেয়ে,
দূরে বৃষ্টি,মন অস্থির,তবু ভিজে যায় মেঘপিয়নের মেয়ে।।
আমি চুপচাপ, হিয়া টুপটাপ, দিন গুনবো,
ভিজে যাক মন,আজ যতক্ষন, তবু অরিজিৎ'ই শুনবো।।