তোকে যত্ন করে রাখি এই বুকের ভেতর ।
শহর সাজে আলোয় আলোয় ।
পাল ছেড়া নৌকো আমার পথ ভুলে
গান ধরে "তুমহে দিল মাঙ্গে মোর " ।।
তুই হয়তো স্বপ্ন ভেবে ঘুম নিয়েছিস চোখে ।
কিংবা জাস্ট জোকিং ,নট রিয়াল মনে নিয়েছিস ভেবে ।।
আমি জোনাকি ধরি গ্যালাক্সি সাজাবো চার দেওয়ালে বলে ।
এদিকে আলোয়ার হাতছানিও ,"গোলাপ কিন্তু" সাইনবোর্ডএ আছে ঝুলে ।।
আমিও পথ মেপেছি দশ ফুট বাই দশ ফুট ধরে ।
আগন্তুক তখনও পা বাড়ায় কনফিউশনে ।
কিংবা ঢেউ এর মত আছড়ে পড়েই যায় সরে সরে ।
দূরবীন চোখে দেখতে পারো "আমার শহর চেয়ে গেছে তোমার বিজ্ঞাপনে "।।