যদি বলি প্রিয়তমা,
এ শহর আলপিন,চোখ ভেজাচ্ছেনা ।

হাওয়া হয়ে যাও জোনাকি
       অভিমান,অবহেলা
চিরকুট কবিতা।কাগজের ঠোঙ্গা..

দপ্তর পাল্টে ফেলছে বই খাতা
     ম্যাগাজিন হয়ে যায় সব'ই
তুকেনহাম।পিরামিড।মমি..

সেও ভেবে নেয় গৃহযুদ্ধে
         মন পুড়েছে।আগুন...

ভুল ভেবেছো।পৃথিবীর বুকে ধোঁয়া
   আসলে কেউ মরেনি।হয়েছে শুধুই খুন ।