খেলনা বাটি মন ।
একটা সুখি চাদরের আস্তরণ
কান্নারা একলা ঘরেই আবদ্ধ ।
চেনা শহরের অচেনা আবাসন
ঠিকানা আছে ঠিকই ,তবুও ঠিকানা হীন।|
কে জানত স্বপ্নে দেখা সুখী গৃহকোণটা তাসের দেশ হবে ।।

বৃষ্টি নিয়েছে ছুটি ,মেঘ জমে ঠিকই বৃষ্টি আসে না ।
পুকুর শুকায় ,মাঠ ফাঁটে ,ফসল মরে ।
ক্ষুধার জ্বালা বড়ো কঠিন ।
ঘামের দাম জানে না ।
কে জানত মনের সবুজ ফসলটা
    মৃত উপত্যকা ।।


হাতে হাত রেখে চলে ,শপথ চলতে থাকা।
কাছা কাছি আসা ,আরো একটু ভালোবাসা
উষ্ণ চুম্বন ,একটু আলিঙ্গন, মধু পূর্ণিমার চাঁদ সাক্ষী হয় ।
বিশ্বাস ভাঙ্গে ,দুটি পথ এক হয়ে
আবার দু দিকে  চলে যায় না ফেরার নামে।।
কে জানত মেয়েটা অন্তঃসত্ত্বা ,লাশ ঝুলে সিলিং ফ্যানে ।।

২৫/০২/১৭

(দর্পন পত্রিকায় প্রকাশিত )