চার দেওয়ালের ভিতর যদিও বন্ধ থাকে মন ।
তবুও একটা পৃথিবী গড়ে উঠেছে সবার অজান্তেই কখন !
রাস্তা মাপতে মাপতে হঠাৎ কোনো চৌমাথা মোড়ে ।
থমকে যাওয়া যান জট ,কিংবা জনতার ভিড়ে
জল কাঁদা পেরিয়ে আরও একটু পা বাড়িয়ে চলা ,
না বলা কথা গুলো হঠাৎ খুব সহজেই বলা ।।
ছন্দে ,কিংবা অন্তমিলে ,তালের
সাথে সাথে হৃদয়ের প্রকোষ্ঠের
হঠাৎ আলোড়নে ।
প্রতিনিয়ত যে কথা ঘুম কেড়ে খায় গোপনে ।।
ভাষাহীন শব্দমালা ,জীবনে গল্প কথা
কিংবা না পাওয়া কিছু ব্যথা।।
শব্দের ভিতর শব্দ আবার
যতি চিহ্নতেই কখন কভার ।
যতই বলি কম হয়তো বলা হবে ।
সোজা সাপটা হোক ,কিংবা কঠিন ,কিন্তু ব্যাপক অর্থ হবে ।।