ধরে নাও, দু হাত দিয়ে কাফন লিখছি।এক হাতে একটা মৃত্যুর অন্য হাতে পকেটের স্বপ্নগুলো।
চোখ কে ফাঁকি দিতে চান! চশমা পড়ো!
চাদরের মত একটা আস্ত দুমুখো সাপ।ছোবল দিতে তাক পেতে আছে। ছায়াও মিথ্যে বলে? সে রাস্তা গুলো'য়।
জলের দরে তারপর বিজ্ঞাপনমুখী "আমি"
জলের দরে বিকিয়ে দিচ্ছি মন।
এমনি কি আর সন্ধ্যা আসে ,আলো নিভে গেলে
ভাঙছে বাড়ি, ভাঙছে শরীর,বাড়ছে ওজন।।
তবুও মিথ্যে বলতে ভালোবাসি
হাসি।ক্লান্তচোখ।ঘাম।অজুহাত
এই তো " বেশ আছি" কবর। ডাক নাম।।
#এবং_ও_তারপর